ফ্রিতে এআই ইমেজ জেনারেট করার জন্য কোন AI বেস্ট?

এআই ইমেজ তৈরি করার জন্য বর্তমানে প্রচুর পরিমাণে এআই ইমেজ জেনারেটর রয়েছে। এর মধ্যে থেকে আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটা বেস্ট, আমি নিঃসন্দেহে বলবো Midjourney. কিন্তু Midjourney এর সমস্যা হচ্ছে সেটা পেইড একটা টুল। সেইটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। তো তার জন্য একটা ফ্রি ইমেজ জেনারেটর প্রত্যেকেরই খুবই প্রয়োজন। কিন্তু বেশিরভাগ সময় যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো বেশিরভাগ ফ্রি এ আই আমাদের ভালো কোয়ালিটির ছবি বানিয়ে দিতে পারেনা।

কিন্তু আজকে এমন একটা ফ্রি এ আই টুলের কথা বলব যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং সব থেকে বেস্ট ছবি আপনাকে বানিয়ে দিতে পারবে। তো এ আই টুল টার নাম হচ্ছে Leonardo AI। এটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। কিন্তু তারপরেও এটা বলছি কারণ এটা আসলে ফ্রিতে সবথেকে বেস্ট।

এটা দিয়ে বানানো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এমন বেস্ট ছবি যদি আপনারাও বানাতে চান এবং কিভাবে এখান থেকে বেস্ট ছবি বানাতে হয় তার টিপস এন্ড ট্রিকস এবং তার ফর্মুলা জানতে জয়েন হয়ে যেতে পারেন আমাদের Make Money With Artificial Intelligence কোর্সে

Use coupon code "BJSPECIAL" to get 35% discount.

2