টি শার্ট ডিজাইন কি? এবং এর ভবিষ্যৎ কি?

টি শার্ট ডিজাইন কি?

এটা অবশ্য সকলেই জানি টিউনিক থেকে টিশার্ট এসেছে। বর্তমান সময়টিশার্ট একটি খুবই জনপ্রিয় ও সব ধরনের মানুষের কমফোর্ট এবং অ্যাফোড করতে পারে এমন একটি কাপড়। বর্তমানে এটি অনেক কোয়ালিটির হয়ে থাকে। এবং বর্তমানে টিশার্টের উপর প্রিন্ট করে সাদামাটা টি-শার্টকে অ্যাট্রেক্টিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি করে তা বহুল লভ্যাংশে বিক্রয় করা সম্ভব হয় শুধুমাত্র প্রিন্ট ডিজাইনটার কারণে। হ্যাঁ এক্ষেত্র অবশ্যই ডিজাইনারকে খুবই এক্সপেরিয়েন্স এবং এক্সপার্ট হতে হবে এবং সেই সাথে বর্তমান ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ডিজাইন করতে জানতে হবে।

টি শার্ট ডিজাইনের ভবিষ্যৎ কি?

পোষাকশিল্পের অন্যতম এক শাখা টিশার্ট এবং পোলো শার্ট। এই সেক্টরে কাজ শিখতে পারলে বর্তমানে এবং ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব। পৃথিবীর জনসংখ্যা ক্রমবর্ম্মান। মনে রাখবেন এই বর্ধিত জনসংখ্যার জন্য প্রচুর পরিমাণ পোশাক দরকার। আর বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইনে এই সেক্টরের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে অনেকে ভাল মানের টিশার্ট ডিজাইনার হায়ার করে এবং কি আপনি চাইলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলাতে আপনার করা প্রিমিয়াম ডিজাইন সেল করে প্রতিমাসে ইনকাম করতে পারবেন।

4