পাইথন প্রোগ্রামিং কি? কেন পাইথন শিখা উচিত? পাইথন নিয়ে ক্যারিয়ার টিপস!

আমরা অনেকেই আছি যারা পাইথন প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করছি কিন্তু কিভাবে ক্যারিয়ার গড়বো সেই সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছি না। আবার অনেকেই অন্য প্রোগ্রামিং থেকে পাইথন প্রোগ্রামিং-এ শিফট গতে চায়। আবার অনেকেই পাইথন দিয়ে নানা সমস্যা সমাধান করতে চায়। তাদের জন্যই পাইথন নিয়ে এই ব্লগটি।

আপনারা এই ব্লগ থেকে জানতে পারবেন- কারা পাইথন শিখতে পারবেন, পাইথন শিখলে কি কি কাজ করতে পারবেন, পাইথন-এ ক্যারিয়ার গড়লে কত টাকা স্যালারি পাবেন ইত্যাদি সব বিস্তারিত তথ্য। তাই আপনি যদি পাইথন নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ব্লগটি আপনার জন্য পারফেক্ট। নিচের লিঙ্ক থেকে পড়ে ফেলুন পাইথন নিয়ে বিস্তারিত ব্লগটি।

ব্লগ লিংকঃ https://www.msbacademy.com/learn-python/

4