এখন প্রায় সব কম্পিউটারে built-in কিছু না কিছু থাকে। যেমন এজিপি কার্ড, সাউন্ড কার্ড, প্যান কার্ড ইত্যাদি আপনার মাদারবোর্ড এ দেওয়া আছে । আপনি আলাদা না কিনে এটি দিয়ে কাজ চালাতে পারেন। পারফরম্যান্সে built in hardware টি কখনোই সতন্ত্র hardware এর সমকক্ষ হতে পারে না। তবে যারা সাধারণ বা মাঝারি ধরনের ব্যবহারকারী তাদের জন্য যথেষ্ট । আর build in সাউন্ড কার্ড বা ইজিপিতে সমস্যা হলে তা বেশ বিড়ম্বনাকর। অনেক ক্ষেত্রে মাদারবোর্ড এর ওপরে চাপ টা পড়ে বেশ জটিল আকার ধারণ করে। তবে মনে রাখবেন বিল্ট-ইন মানেই এটি আপনার সিস্টেম থেকে RAM শেয়ার করে । তাই built-in এজিপি ব্যবহার করলে বাড়তি RAM লাগানোই ভালো। না হলে সিস্টেম স্লো হয়ে যাওয়া বা হ্যাং করা সহ অনেক সমস্যা হতে পারে আপনার। আর বিল্ট-ইন ল্যান কার্ড দিয়ে সমস্যা ছাড়াই কাজ চালাতে পারেন।